শেরপুরে শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যের পরিবারকে আর্থিক অনুদান

শেরপুর (বগুড়া) প্রতিনিধি.

বগুড়ার শেরপুরে জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিক সদস্যদের এক কালীন ভাতা জানাযা পূর্বে পরিবারের কছে প্রদান করা হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার রণবীরবালা গ্রামের শ্রমিক ইউনিয়নের সদস্য মৃতঃ সাইফুল ইসলামের জানাযা পুর্বে মরহুমের নাবালক সন্তানের হাতে ৩০ হাজার টাকার চেক তুলে দেনে জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের আজিবন দাতা উপদেষ্টা জানে আলম খোকা। জানাযা পূবে আলোচনা সভায় জানে আলম খোকা বলেন শ্রমিক ইউনিয়ন সদস্যদের জন্য জে সামাজিক কর্মকান্ড বাস্তাবয়ন করছে তা সমাজের উজ্জল দৃষ্টান্ত স্থাপন করছে। ভবিষ্যতে যেন বন্ধ না হয় ও এ সামাজিক কর্মকান্ড সুষ্টু ভাবে পরিবচালতি হয় তার জন্য সকলের দৃষ্টি আকর্ষন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সভাপতি আরিফুর রহমান মিলন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, কার্যকরি সভাপতি আব্দুস সাত্তার সাদেক, বিএনপি নেতা শাহ আলম পান্না, শ্যমলি ব্যাটারির সত্ত্বাধীকারী জালাল উদ্দিন, দুলাল সেখ প্রমুখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ