শেরপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি.

বগুড়ার শেরপুরে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে। ১ মে শ্রমিক কল্যাণ ফেডারেশরনর উপজেলা কার্যালয়ে সকাল ৮টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ১০ টায় বিশাল র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ধুনটমোড়ে এক পদসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগ (পূর্ব) শ্রমিক কল্যান ফেডারেশনের বায়তুল মাল সম্পাদক ও বগুড়া মহানগর শাখার সহ সভাপতি মোঃ নুরুল হুদা। তিনি বলেন ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে সেই সাথে আইএলও কনফেনশন ৮৭ ও ৯৮ এর পূর্ন বাস্তবায়ন করে সকল পেশায় অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে হবে। শেরপুর শহর শাখার সভাপতি শ্রমিক নেতা আব্দুল মান্নানের পরিচালনায় পদসভায় বক্তব্য রাখেন শেরপুর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি শফিকুল ইসলাম শফি ও সম্পাদক শফিকুল ইসলাম শিপলু, দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম হোসেন, দর্জী শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহআলম প্রমুখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ