Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি.
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ শেরপুর উপজেলা শাখার আয়োজনে সনাতন ধর্মাবম্ববলীদের ভগবান শ্রীশ্রীকৃষ্ণের শুভ জম্মাষ্টমী উৎসব উপলক্ষে সোমবার বেলা ১১টায় শহরের জগন্নাথ মন্দির থেকে এক বর্ণাঢ্য শোভা যাত্রা শহর প্রদক্ষিন করে। শেষে এক আলোচনাসভা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
শোভা যাত্রায় অংশগ্রহন করেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান, পৌর মেয়র আব্দুস সাত্তার, শেরপুর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক জিল্লুর রহমান, থানা পুলিশের পরিদর্শক(তদন্ত) বুলবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মুন্সি সাইফুল বারী ডাবলু, কাউন্সিলর সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষ, সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডুসহ শত শত ভক্ত নারী পুরুষ।
জম্মাষ্টমী উৎসব উপলক্ষে স্থানীয় পুজা উদযাপন পরিষদ ও দেব সৃষ্টি স্থিতি সেবা সংঘ গীতা পাঠ প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও ধর্মালোচনাসভার আয়োজন করে।