Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার শেরপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সমাজ উন্নয়ন সংস্থার উদ্দ্যোগে উপজেলার কুসুম্বী ও শাহ-বন্দেগী ইউনিয়নের ৬জন মানুষের চোখেন ছানী অপারেশন ও ৩০ জন অসহায় মানুষকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
বুধবার সকাল ১১ ট্য়া পৌরশহরের এবিসি চক্ষু হাসপাতালে এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক বিজয় বাংলা পত্রিকার সম্পাদক আকরাম হোসাইন, ডাঃ মোঃ তৌহিদুর রহমান, ডাঃ ফৌজিয়া রহমান, অফিস সহকারী সোহেল রানা, প্রোগ্রাম অফিসার মন্জুরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সমাজ হিতৈষী কাজের মাধ্যমেই এনজিওগুলো মানুষের মনে স্থান করে নিয়েছে। আজকে সমাজের এই অবহেলিত মানুষগুলোর চক্ষু সেবার মাধ্যমে তারা প্রমান করেছে দেশে এনজিওগুলো অনেক ভাল ভাল কাজের সাথে সম্পৃক্ত রয়েছে। উপজেলার কুসুম্বী ও শাহ-বন্দেগী ইউনিয়নের ঘোলাগাড়ী ও দ্বাড়কিপাড়া গ্রামের ৩০ জন দুস্থ ও অসহায় গরীব নারী ও পুরুষের চোখের চিকিৎসা সেবার পাশাপাশি ৬জনের চোখের ছানী অপারেশন বিনামূল্যে করে দেয়া হয়।