Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
শেরপুর (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার শেরপুরে সাংবাদিক দীপংকর চক্রবর্তী হত্যার দ্রুত বিচারের দাবীতে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে।
সোমবার সকাল ১০ ঘটিকায় শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুজিত বসাকের পরিচালনায় বাস্টট্যান্ডে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলার সাবেক চেয়ারম্যান কে এম মাহবুবার রহামান হারেজ, জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির আহবায়ক জানে আলম খোকা, শেরপুর পৌরসভার সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, আওয়ামীলীগ নেতা বদরুল ইসলাম পোদ্দার ববি, কাউন্সিলর রেজাউল করিম সিপ্লব, বিএনপি নেতা পিয়ার হোসেন পিয়ার, হাসানুল মারুফ শিমুল, সাংবাদিক আব্দুল মান্নান, শফিকুল ইসলাম শফিক, আকরাম হোসাইন, সাইফুল বারী ডাবলু, আইয়ুব আলী, আবু জাহের, শহিদুল ইসলাম শাওন, আব্দুল ওয়াদুদ প্রমুখ।
জানা যায় বিগত ২০০৪ সালের ২ অক্টোবর রাত সাড়ে ১২ টার দিকে বাড়ি ফেরার পথে বাড়ির গেটের সামান্য দক্ষিণে ধারালো অস্ত্রের আঘাতে খুন হন দীপংকর চক্রবর্তী। তিনি ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি, বগুড়া ও শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বগুড়া থেকে প্রকাশিত দৈনিক দুর্জয় বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক।
এছাড়া তিনি ভবানীপুর মন্দির সংস্কার ও উন্নয়ন কমিটি, পুজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। হত্যার পরের দিন নিহতের বড় ছেলে পার্থ সারথি চক্রবর্তী বাদি হয়ে থানায় মামলা করেন।