শেরপুরে স্ত্রী ও শ্বাশুড়ীকে নির্যাতনের অভিযোগ

আবু জাহের, শেরপুর (বগুড়া ) প্রতিনিধি.

বগুড়ার শেরপুরের কল্যানী গ্রামে শ্বাশুড়ী ও স্ত্রীকে মারপিটের ঘটনায় গত সোমবার বিকেলে স্বামী সাক্কার আলীর বিরুদ্ধে স্ত্রী বাদি হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের কল্যানী গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে সাক্কার আলীর সাথে বেলগাছি গ্রামের আসমা খাতুনের প্রায় ১০ বছর আগে বিয়ে হয়। ঠিক ঠাক ভাবেই চলছিল তাদের সংসার। গত পাচ বছর যাবৎ সাক্কার আলী তাকে কারনে অকারনে মারপিট করতো এবং তালাক দেয়ার হুমকি দিত। এরই ধারাবাহিকতায় গত রোববার বিকেল ৪টার দিকে ওই এলাকার বিপ্লব মেম্বারের চাতালে এসে সাক্কার ও তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম আসমাকে এলোপাথারি ভাবে মারপিট করে। আসমার চিৎকারে তার মা এগিয়ে আসলে তাকেও মারপিট করে এবং একটি পা ভেঙ্গে দেয়। পরে চাতালে কাজ করা অন্য শ্রমীকরা এসে তাদের উদ্ধার করে। এসময় সাক্কার আলী আসমাকে প্রাননাশের হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় আসমা বাদি হয়ে সাক্কার আলী ও তার দ্বিতীয় স্ত্রী মরিয়মের বিরুদ্ধে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান বলেন, মারপিটের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ