শেরপুরে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী নিহত

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি.


ঢাকা-বগুড়া মহসড়কের শেরপুর মহিপুর বাজার এলাকায় বুধবার দুপুরে রাস্তা পার হওয়ার সময় ঢাকগামী যাত্রীবাহি কোচের ধাক্কায় মোটর সাইকেল আরোহী শফিকুল ইসলাম(৪৫) ঘটনাস্থলেই নিহত হয়েছে। সে উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের হাপুনিয়া গ্রামের রজব আলীর ছেলে।


এলাবাকাবাসী জানায়, শফিকুল মোটর সাইকেল নিয়ে ব্যাক্তিগত কাজের জন্য মহিপুর বাজারে যায়। কাজ শেষে ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি অজ্ঞাত যাত্রীবাহি কোচ তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা বলে শেরপুর ফায়ার সার্ভিস এ্যন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সোহেল রানা জানান।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ