শেরপুরে সড়ক দূর্ঘটনায় চাতাল শ্রমিকের মৃত্য

আবু জাহের, শেরপুর (বগুড়া) থেকে.

ঢাকা বগুড়া মহাসড়কে শেরপুরের মির্জাপুর আমবাগান এলাকায় বৃহস্পতিবার সকালে প্রাইভেট কারের ধাক্কায় সামছুল হক (৫৫) নামের এক চাতাল শ্রমিক মৃত্যু হয়েছে।
জানাযায়,উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মোজাহার আলীর ছেলে সামছুল হক ব্রাক বটতলা এলাকায় একটি চাতালে শ্রমিকের কাজ করে আসছিল। বাড়ি থেকে সাইকেল নিয়ে চাতালে যাওযার পথে বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে ঢাকা বগুড়া মহাসড়কের মির্জাপুর আম বাগান এলকায় পৌছলে বগুড়া গামী অজ্ঞাত একটি প্রাইভেট কার নিয়ন্ত্রন হারিয়ে পিছন থেকে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সামছুল হক গুরুতর আহত হলে স্থানিয় লোকজন উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নেওয়ার পথে তার মৃত্য হয়েছে বলে শেরপুর থানা পুলিশের এস আই আব্দুল মজিদ নিশ্চিত করেছেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ