শেরপুরে সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু

আবু জাহের, শেরপুর(বগুড়া) প্রতিনিধি.


ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের বামনিয়া গ্রামের মোড় এলাকায় অটোরিক্সার ধাক্কায় মঙ্গলবার দুপুরে দোদলা খাতুন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা যায়, উপজেলার সীমাবাড়ি ইউনিযনের লাঙ্গলমোড়া গ্রামের এরশাদ আলীর মেয়ে দোদলা খাতুন ও তার মা শিউলি বেগমের সাথে কয়েকদিন আগে বগুড়া তার নানার বাড়ি বেড়াতে যায়। নানার বাড়ি থেকে মঙ্গলবার সকালে নানার সাথে মটরসাইকেল করে বাবার বাড়ি আসার পথে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের বামনিয়া গ্রামের মোড় এলাকায় দুপুর সাড়ে ১২ টার দিকে পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিক্সা মটরসাইকেরটিকে ধাক্কা দিলে তারা মহসড়কের উপর পরে যায়।

এ সময় ঢাকাগামী একটি অজ্ঞাত যাত্রিবাহি কোচের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দোদলা খাতুনের মৃত্যু হয়। এ ঘটনায় নানা ও মা শিউলি বেগম গুরুত্বর আহত হলে স্থানিয় লোকজন তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ