আবু জাহের, শেরপুর(বগুড়া) প্রতিনিধি.

ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের শেরুয়া বটতলা এলাকায় আজ সোমবার সন্ধ্যায় যাত্রিবাহী কোচের ধাক্কায় ইমন আহম্মেদ পাপন (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
জানা যায়, শেরপুর পৌর শহরের খেজুরতলা এলাকার ছাতিয়ানি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নজমুল হকের একমাত্র ছেলে পল্লী উন্নয়ন ল্যাবরেটরি পাবলিক স্কুল এন্ড কলেজের ৪র্থ শ্রেণির ছাত্র ইমন আহম্মেদ পাপন মামা আবুল কালাম আজাদের সাথে আজ সোমবার বিকাল সাড়ে ৪ টা দিকে মটর সাইকেলে করে উপজেলার শাহ বন্দেগী শেরুয়া বটতলা এলাকায় বেড়াতে যায়। সন্ধ্যা সোয় ৬ টার দিকে সেখান থেকে শহরের বাড়ি ফেরার পথে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরুয়া বটতলা এলাকায় বগুড়াগামী একটি অজ্ঞাত একটি যাত্রীবাহি কোচ পিছন থেকে মোটর সাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং মামা আবুল কালাম আজাদ গুরুতর আহত হয়।

