শেরপুরে হত দরিদ্রদের মাঝে টিউবওয়েল বিতরণ


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

 

আবু জাহের. শেরপুর (বগুড়া) থেকে


    বগুড়ার শেরপুরের খামারকান্দি ইউনিয়নের বিলনোথার, বেড়েরবাড়ি, শুভগাছা ও পারভাবনীপুর গ্রামের দুস্থ ও গরীবদের মাঝে ১৩ টি টিউবওয়েল বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে নবারুন ঐক্য সংঘের উদ্যোগে টিউবওয়েল বিতরণ উপলক্ষ্যে সংগঠনের কার্যালয়ে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আহসানুল হক ফুলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোছাঃ শারমিন সুলতানা।

    উক্ত সংগঠনের নির্বাহী পরিচালক তানিয়া পারভীন জলি’র সঞ্চালনায় বিশেষ অতিথির রাখেন, সংগঠনের উপদেষ্টা ও খামারকান্দি ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব, সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রহিম, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি শফিকুল ইসলাম শরীফ, সাধরণ সম্পাদক রাশেদুল হক, সাবেক ইউপি সদস্য আয়নাল হক প্রমূখ।

    অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সুবিধা বঞ্চিত ও অসহায়দের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ একটি মহতি কাজ। এই টিউবওয়েল পেয়ে তারা বিশুদ্ধ পানি পান করে শারিরীকভাবে সুস্থ থাকবে বলে আমি মনে করি। আশা করি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন আর্থিক সহযোগিতা অব্যাহত রাখবেন। এতে এলাকার গরীব লোকজন উপকৃত হবে।

    শেষে তালিকাভুক্ত গরীব দুস্থ্যদের হাতে একটি করে টিউবওয়েল তুলে দেন প্রধান অতিথি। এছাড়া অনুষ্ঠানের শুরুর আগে একটি অবহিতকরণ সভা করা হয়।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ