শেরপুরে হাবিবর রহমান এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নমেন্টের উদ্বোধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি.


বগুড়ার শেরপুরে কাফুড়া ফুটবল খেলার মাঠে গত শনিবার বিকেলে বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব আলী সভাপতিত্বে হাবিবর রহমান এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নমেন্টের উদ্বোধন করা হয়েছে।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান, বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব দবিবুর রহমান, গাড়িদহ ইউনিয়নের চেয়ারম্যান দবিবুর রহমান, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি শফিকুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক রাশেদুল হক, সাংবাদিক আবু বকর সিদ্দিক, আওয়ামীলীগ নেতা মোকাব্বর হোসেন, যুবলীগের সভাপতি আরিফ মাহমুদ, সাধারণ সম্পাদক ফরিদুল হক, কাফুড়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হালিম প্রমূখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ