Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

শেরপুর (বগুড়া) প্রতিনিধি.
মাথায় হেলমেট ও সঙ্গে গাড়ীর প্রয়োজনীয় বৈধ কাগজপত্র থাকায় ১২০জন মোটরসাইকেল চালক উপহার পেলেন। বগুড়ার অতিরিক্ত পুলিশ গাজিউর রহমান মবিল সুপার ফোরটির সহযোগিতায় রবিবার শেরপুর শহরে বাইক চালকদের মাঝে টি-শার্ট ও চাবির রিং উপহার দেন।
থানা সূত্রে জানা যায়, রবিবার বিকেল সাড়ে ৪টায় পৌর শহরের ধুনটমোড় এলাকায় ক্যাম্প বসিয়ে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেটধারী চালকদের বাছাই করে পুলিশ। এসময় বাছাইকৃত চালকদের মাঝে মবিল সুপার ফোরটির সহযোগিতায় টি-শার্ট ও চাবির রিং তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর, পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম, ট্রাফিক ফাঁড়ির টিআই মো. জাহিদ, সার্জেন্ট ফিরোজ, মুঞ্জুরুল হক, ওমর ফারুক, এএসআই আমিনুর রহমান, এম জে এল বাংলাদেশ লি: এর এজিএম ওয়াহিদুজ্জামান প্রমূখ।
মোটরসাইকেল চালকদের উদ্যেশ্যে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান বলেন, নিজে সুরক্ষা থাকি পরিবারকে দুশ্চিন্তামুক্ত রাখি। আমরা যদি হেলমেট ব্যবহার করি তাহলে নিজেদেরই জীবন সুরক্ষা পাবে। তাই আসুন আমরা সবাই মোটরসাইকেলের কাজগপত্র ও ড্রাইভিং লাইসেন্স সঠিক রেখে হেলমেট ব্যবহার করে মোটরসাইকেল চালাই।