Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
আবু জাহের, শেরপুর (বগুড়া) থেকে.
বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারের সম্পর্কে কটুক্তি করায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে বগুড়ার শেরপুর থানায় গত ১০ ডিসেম্বর রোববার রাতে একটি সাধারণ ডায়েরী করেছেন সুলতান মাহমুদ নামের এক সরকার দলীয় নেতা।
অভিযোগ সুত্রে প্রকাশ, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান গত ১ ডিসেম্বর ঢাকা জাতীয় প্রেসক্লাবে ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত ‘‘ গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভুমিকা” শীর্ষক সেমিনারে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অস্বীকার করে বাংলাদেশকে ভারতের কলোনী বলে আখ্যায়িত এবং বঙ্গবন্ধু শেখ মুজিব, প্রধামন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের সম্পর্কে কটুক্তি করে।
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তার বক্তব্যে মিথ্যাচার ও মানহানি এবং রাস্ট্রদোহীতার অপরাধ সামিল হওয়ায় তথ্য প্রযুক্তি আইনের অপরাধ সংঘটিত হয়। এর প্রেক্ষিতে বঙ্গবন্ধু ও বাংলাদেশের ভাবমুর্তি ক্ষুন্ন হওয়ায় গত ১০ ডিসেম্বর রোববার রাতে বর্তমান সরকার দলীয় উপজেলা আওয়ামীলীগের স্থানীয় নেতা সুলতান মাহমুদ বাদি হয়ে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শেরপুর থানায় একটি সাধারণ ডায়রী নং ৪০১ দায়ের করেন।
সুলতান মাহমুদ শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের সাতারা গ্রামের মৃত এস এম শাহজাহানের ছেলে এবং তিনি বর্তমানে ধুনট উপজেলাধীন বন্ধন নামের একটি এনজিওতে কর্মরত রয়েছেন বলে থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) বুলবুল ইসলাম জানিয়েছেন।