শেরপুর পৌর এলাকায় স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার


বগুড়ার শেরপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের বারদুয়ারী পাড়া রাস্তাটি বৃহস্পতিবার বিকেলে বারদুয়ারী পাড়া জামে মসজিদ কমিটির উদ্দ্যোগে এবং ব্যবসায়ীদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংকার কাজ শুরু করা হয়েছে।

জানা যায়, দির্ঘদীন যাবত রাস্তাটি বেহাল অবস্থা পড়ে আছে। পৌরসভার গুরুত্বপূর্ণ এই রাস্তায় প্রতিনিয়ত শত শত যানবাহন ও হাজার হাজার মানুষ যাতায়াত হয় সেখানে রাস্তাটি বেহাল অবস্থার জন্য তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটি সংস্কারে জন্য পৌরকর্তৃপক্ষকে বারবার অভিযোগ দেওয়া হলেও রাস্তাটি সংস্কার করা হয়নি। পৌরসভার কর্তৃপক্ষকে বারবার অভিযোগ দিয়েও যখন রাস্তাটি সংস্কার করা হয়টি তখন বাধ্য হয়ে বারদুয়ারী পাড়া জামে মসজিদের উদ্দ্যোগে ও রাস্তার দু’পাশের ব্যবসায়ীদের স্বেচ্ছাশ্রমের বিনিময়ে রাস্তাটি সংস্কারের কাজ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, হারুনুর রশিদ, রানু শেখ, আশরাফুদ্দৌলা মামুন, হিরা, নান্নু, খাজা, রফিক, মাহবুবসহ রাস্তার দু’পাশের ব্যবসায়ীবৃন্দ। তারা বলেন, প্রথম শ্রেনীর পৌরসভার রাস্তাটি দেখে মনে হয় ধানচাষের জমি, যেখানে প্রত্যেক বছরে ৩০কোটি টাকার বাজেট হয় আর রাস্তার এমন অবস্থা দেখে আমাদের নিজেদের লজ্জা লাগে তাই আমরা নিজ উদ্দ্যোগে রাস্তাটি সংকারের কাজ শুরু করি।


<strong>আব্দুল ওয়াদুদ</strong>
আব্দুল ওয়াদুদ

সাংবাদিক
শেরপুর, বগুড়া।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ