শেষ পর্যন্ত বৈশ্বিক টি-টুয়েন্টি লিগ স্থগিত


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

ক্রীড়া ডেস্ক.


যা ধারণা করা হয়েছিল তাই হলো। আগামী ৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে না দক্ষিণ আফ্রিকার আয়োজনে টি-টুয়েন্টি প্রথম বৈশ্বিক লিগের আসর। টি-টুয়েন্টি গ্লোবাল লিগ নাম দিয়ে যাতে বিশ্বের সুপারস্টার ক্রিকেটারদের জড় করার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড মঙ্গলবার জরুরি বৈঠক ডেকে এই লিগ স্থগিত করার ঘোষণা দিয়েছে।

    খুব ঘটা করে আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছিল এই ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগের। কিন্তু ঝামেলা বাধলো সেই টাকায়। বোর্ড অবশ্য এখনো খুব কিছু খুলে বলেনি। আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেছে লিগ স্থগিত করার কথা। বোর্ড মিটিংয়ের পর। আরো বিস্তারিত জানানোর অপেক্ষায় তারা।

    তবে তাদের এই ঘোষণায় দারুণ ধাক্কা খেয়েছে ক্রিকেট বিশ্ব। দুই সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ও এর প্রধান নির্বাহী হারুন লরগাতের বিচ্ছেদের মাঝ দিয়ে শঙ্কার শুরু। লরগাত বিশ্বের অন্যতম সেরা একজন সংগঠক। এই ওয়ার্ল্ড লিগ করে খেলোয়াড়দের আয়ের পথ আরো বড় করার পরিকল্পনাটা তার মাথা থেকেই এসেছিল বেশি করে। বোর্ডেরও তাতে লাভ।

    কিন্তু লরগাতের জায়গা নেওয়া ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী গত সপ্তাহে জানালেন, পরিকল্পনা অনুযায়ী বৈশ্বিক লিগ করলে দুই মৌসুম তাদের ক্ষতিপূরণ দিতে হবে। সোজা কথায় গচ্চা। শুধু এই ২০১৭ এর পরিকল্পিত প্রথম আসরটির জন্যই ২৫ মিলিয়ন ডলার নিজস্ব তহবিল থেকে খরচ করতে হতো দক্ষিণ আফ্রিকান বোর্ডকে।

    এর সাথে ঝামেলা, এমন লিগে টাকার দরকার খুব। টাকা অন্যতম উদ্দেশ্য। কিন্তু বোর্ড যে যে খাতে স্পন্সর এবং ব্রডকাস্টারদের কাছ থেকে চুক্তির জন্য যে টাকা চায় তা দেওয়ার মতো কাউকে এখনো খুঁজে পাওয়া যায়নি। আর এসব কারণেই শুরুর একমাস আগেই মুখ থুবড়ে পড়লো টি-টুয়েন্টি ওয়ার্ল্ড লিগের অভিষেক আসর।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ