শ্রমিকের নুন্যতম মজুরী ঘোষণা করেছে সরকার -এমপি হাবিব

আবু সুফিয়ান. ধুনট .

বগুড়া- ৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, রাষ্ট্র প্রধান হিসেবে শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যাই শ্রমিকের অধিকার নিশ্চিত করতে কাজ করেছেন। শেখ হাসিনার সরকার শ্রমিকের নুন্যতম মজুরী ঘোষণা করেছে। এছাড়া শ্রমিকের কল্যানে সরকার বহুমূখী পরিকল্পনা বাস্তবায়ন করেছে। যার সুফল ইতিমধ্যে শ্রমজীবি মানুষ পেতে শুরু করেছেন।
সোমবার সকালে বগুড়ার ধুনটে মহান মে দিবস উপলক্ষ্যে বিভিন্ন শ্রমিক সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
এরআগে এমপি হাবিবর রহমানের নেতৃত্বে মে দিবসের র‌্যালী শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে। র‌্যালীতে ধুনট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, ধুনট থানা কুলি শ্রমিক ইউনিয়ন, চালাপাড়া নির্মাণ শ্রমিক ইউনিয়ন, ধুনট থানা মোটর শ্রমিক ইউনিয়ন, কান্তনগর তিনমাথা বাজার ড্রাইভার শ্রমিক ঐক্য সংগঠন, বগুড়া জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন ধুনট উপ কমিটির শ্রমিকরা অংশ নেন। র‌্যালী শেষে শহীদ মিনারে মে দিবসে নিহত শ্রমিকদের প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে সংগঠন গুলো। পরে এক মিনিট নিরবতা পালন করে আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভায় আরো বক্তব্য দেন পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, রেজাউল ইসলাম রেজা, যুগ্ম সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন, জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক, বগুড়া জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ধুনট উপ কমিটির সাধারণ সম্পাদক আফসার আলী, রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা কামরুল হাসান, মোটর শ্রমিক আশরাফুল ইসলাম কেতু ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আয়নাল হক।
এদিকে আলোচনা সভা শেষে পৃথক পৃথক শ্রমিক সংগঠনে দোয়া মাহফিল ও শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ