Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
ক্রীড়া ডেস্ক.
ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের বাজের পারফরমেন্সের কারণে শ্রীলঙ্কার প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন গ্র্যাহাম ফোর্ড। আগামী ৩০ জুন থেকে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ফিল্ডিং কোচ নিক পোথাস দলের দায়িত্ব নিবেন বলে এসএলসি সূত্রে জানানো হয়েছে।
গত বছর ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা দলের দায়িত্ব নিয়েছিলেন ফোর্ড। ১৫ মাসে তার অধীনে শ্রীলঙ্কা টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে। কিন্তু ২০১৬ সালের টি-টোয়েন্টিতে বিশ্বকাপের প্রথম রাউন্ডের বাঁধা পেরুতে পারেনি। সদ্যসমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাদের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে।
চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্টে ৩-০ ও ওয়ানডেতে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশের লজ্জায় পড়ে লঙ্কানরা। কিন্তু বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট পরাজয় কোনভাবেই মেনে নিতে পারেনি শ্রীলঙ্কা ক্রিকেট কর্তৃপক্ষ। এরপরপরই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলে ৫৬ বছর বয়সী ফোর্ডের সালে এসএলসি কর্তৃপক্ষের বেশ কয়েক দফা আলোচনা হয়। তখনই ইঙ্গিত পাওয়া গিয়েছিল দক্ষিণ আফ্রিকায় নিজ দেশে ছুটিতে কাটাতে যাবার আগে তার সাথে আর বোর্ড কএনা ধরনের চুক্তিতে যাচ্ছেনা। এর আগে দক্ষিণ আফ্রিকা দলেরও কোচের দায়িত্ব পালন করেছেন ফোর্ড।
এর আগে ২০১২-১৪ সাল পর্যন্ত শ্রীলঙ্কার কোচ হিসেবে বেশ সফল ছিলেন ফোর্ড। ঐ সময়ও নিজের থেকে চুক্তি বাড়ানোর ব্যপারে অস্বীকৃতি জানিয়েছিলেন এই দক্ষিণ আফ্রিকান। শ্রীলঙ্কার চাকরি ছেড়ে তিনি ইংলিশ কাউন্টি সারেতে যোগ দেন। তার অধীনে সারে কাউন্টি ক্রিকেটের শীর্ষ বিভাগে উন্নীত হওয়ার যোগ্যতা লাভ করেছিল।