সংসারের জটিলতা নিয়ে ‘কারণে অকারণে’


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

 

নিউজ ডেস্ক.


    ‘সংসারজীবনের ছোট ছোট কিছু ভুল বোঝাবুঝি থেকে শুরু হয় জটিলতা। একসময় এই জটিলতা থেকে জন্ম হয় একটি অসুস্থ জীবন। অথচ আমরা সংসারজীবনে একে অপরের পরিপূরক। এমনই এক গল্প নিয়ে আমরা একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছি।’ কথাগুলো বলছিলেন তাপস ইকবাল।

    গত ২৫ মে ইউটিউবে মুক্তি পায় ‘কারণে অকারণে’ শিরোনামের একটি মিউজিক ভিডিও। গানে কণ্ঠ দিয়েছেন তাপস ইকবাল, মডেল হিসেবে কাজ করেছেন কাজল ও তাপস। গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন মন।

    তাপস জানান, ‘প্রজাপতি হয়ে মন’ শিরোনামের আরো একটি গান এবার ঈদে ঈগল মিউজিক থেকে মুক্তি পাবে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ