সউদি আরবে দু’ মাসে ৮ ভূমিকম্প

নিউজ ডেস্ক.

সউদি আরবে গত দু’ মাসে আটটি ভূমিকম্প অনুভুত হয়েছে। তবে রিখটার স্কেলে এর কোনোটিরই মাত্রা ৩.৭এর বেশি ছিল না। এ আট ভূমিকম্পের পাঁচটিই অনুভুত হয়েছে তাবুক প্রদেশের উমলুজ নগরীতে।
সউদি জিওলজিক্যাল সার্ভে’র (এসজিএস) এক প্রতিবেদনে এ কথা বলা হয়। এতে বলা হয়, ‘সিসমিক অ্যাকটিভিটিজের দিক থেকে সউদি আরব একটি স্থিতিশীল দেশ। অতীতে এর কোনো কোনো এলাকায় ভূমিকম্প ও আগ্নেয়গিরি হতে অগ্ন্যুৎপাত হতে দেখা গেছে।’
প্রতিবেদনে ভূমিকম্পপ্রবণ এলাকাসমূহের বাসিন্দাদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন এবং জিওলজিক্যাল সার্ভের ওয়েবসাইটে বর্ণিত ভূমিকম্প-প্রস্তুতিমূলক ব্যবস্থাদি গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে।
এসজিএস সারা সউদি আরবে ২২০টিরও বেশি ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করেছে। গত রবিবার সংস্থাটি রিখটার স্কেলে ৩ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করে। এর উৎপত্তিস্থল ছিল জাযান প্রদেশের শুকাইক নগরীর ১৬০ কিলোমিটার পশ্চিমে লোহিত সাগরে।
এছাড়া শুকাইক উপকুল থেকে ১৭০ কিলোমিটার দূরে ৩.১ মাত্রার আরো একটি ভুকম্পন অনুভুত হয়। গত মাসে (এপ্রিল) উমলুজ নগরীর উত্তরপশ্চিমে হামবাক গ্রামের কাছে একটি ভূমিকম্প হয়, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.৬। এসজিএস বলেছে, এসব ভূমিকম্প ছিল ছোটখাট এবং এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
অতীতে সউদি আরবে অনেকবার ভূমিকম্প হয়েছে এবং এগুলোর বেশিরভাগই হয়েছে একের পর এক। তবে রিখটার স্কেলে ৬ মাত্রার বেশি ভূমিকম্প দেশটিতে কখনোই হয়নি।
আরবি দৈনিক আল-হায়াত লিখেছে, সউদি আরবে শুধু ২০১১ সালেই প্রায় নয় হাজার ভূকম্পন অনুভুত হয়। এর মধ্যে সবচাইতে বড়টির মাত্রা ছিল ৪.৪। এর আগে ২০০৯ সালে ৫.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প ইয়ানবু প্রদেশের উত্তরে আঘাত হানে। তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল সামান্য।
ভূমিকম্প-তাত্ত্বিকরা ইয়ানবু প্রদেশের উত্তরে অবস্থিত হুরা আল-শাক্বা এলাকাকে ভূমিকম্পের গুদাম মনে করে থাকেন। কেননা, ২০০৭ সালে এসজিএস ওই এলাকায় ৩০ হাজার মৃদু ভূমিকম্প হয়েছে দেখতে পান।
দৈনিক আল-হায়াত আরো লিখেছে, তাবুকের পশ্চিমে হাক্বলে ১৯৯৫ সালে একটি শক্তিশালী ভূমিকম্প হয়ে দুই ব্যক্তি নিহত এবং বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়। তবে এর আফটারশক ( বড় ভূমিকম্পের পর ছোট ছোট কম্পন ) কয়েক মাস ধরে চলে। সূত্র : সউদি গেজেট

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ