Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
আব্দুল হালিম লাভলু, সিরাজগঞ্জ থেকে.
প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন কাজিপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শফিকুল ইসলাম।
তার সফলতার ক্ষেত্রগুলি হলো, বিদ্যুৎ বিহীন চরাঞ্চলে সোলার প্যানেলের মাধ্যমে ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ ও মেরামত কাজের গুণগতমান বজায় রাখতে নিয়মিত পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ঝড়ে পড়া রোধে টিফিন বক্স বিতরণ, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার মহোদয়ের বিশেষ টিআর কর্মসূচীর মাধ্যমে প্রাথমিক শিক্ষার উন্নয়নে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন, এলজিএসপি-২ প্রকল্পের মাধ্যমে স্কুল ব্যাগ, বেঞ্চ বিতরণ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলাম সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় কাজিপুর উপজেলার সকল কর্মকর্তা, কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি ও সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ তাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। ইউএনও অফিসের উপজেলা টেকনিশিয়ান আশরাফুল ইসলাম জানিয়েছেন, স্যারের এ অবদানের জন্য সহকর্মী হিসেবে আমরা সবাই খুব খুশি।
জানতে চাইলে ইউএনও বলেন, কাজিপুর উপজেলা যমুনার ভাঙন কবলিত জনপদ। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এই কাজিপুরের মানুষ। তার দিকনির্দেশনা, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের পরামর্শ সর্বপরি সবার সহযোগিতায় আমাদের এই অর্জন। আপনার অনুভুতি কি। এমন প্রশ্ন করলে তিনি বলেন, ভাল কাজ করে স্বাীকৃত পেলে ভাল লাগে। কাজে উৎসাহ সৃষ্টি হয়।
মোঃ শফিুল ইসলাম গেল বছর ষোলো অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাজিপুরে যোগদান করেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা। কাজীপুরে যোগদানের পুর্বে তিনি পাবনার সাথিঁয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
সফিকুল ইসলাম দিনাজপুরের চিরির বন্দর উপজেলার খামার সানতালা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মাহতাব উদ্দিন আহমেদ। মাতার নাম বেগম শামসুন্নাহার। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রীধারী।
এবছরের বন্যায় কাজিপুরের চরাঞ্চলের বন্যাকবলিত ছয়টি ইউনিয়নে তার নেতৃত্বে ব্যাপক ত্রান সহায়তা দেয়া হয়। অত্যান্ত সদালাপী ও বিনয়ী সরকারী কর্মকর্তা সফিুল ইসলাম সরকারী, বেসরকারী, জনপ্রতিনিধি সকলের সাথে সমন্বয় করে তার দায়িত্বপালন করে চলেছেন।
তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।