সবই আমরা খতিয়ে দেখছি : স্বরাষ্ট্রমন্ত্রী


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ফরহাদ মজহার কীভাবে গেলেন, কী নিয়ে বের হয়েছেন, কয়টার সময় বের হয়েছেন, সবই আমরা খতিয়ে দেখছি। প্রতি ঘণ্টার খবর আমরা রেখেছিলাম।

    বুধবার দুপুরে গাজীপুরের টঙ্গী মডেল থানার নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

    মন্ত্রী বলেন, ফরহাদ মজহারের স্ত্রীর সংবাদ অনুযায়ী আমাদের পুলিশ বাহিনী, গোয়েন্দা বাহিনী তৎপর হয়ে ওঠেন। তার মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান জেনে তাকে শেষ অবস্থান থেকে উদ্ধার করা হয়।

    তিনি বলেন, তাকে কাস্টডিতে আনার উদ্দেশ্য ছিল তার জবানবন্দি নেয়া। আমরা তার জবানবন্দি নিয়েছি। ম্যাজিস্ট্রেটের সামনে তিনি জবানবন্দি দিয়েছেন। সে অনুযায়ী একটা মামলা হয়েছে। মামলার সম্পূর্ণ তদন্ত রিপোর্ট খুব শিগগিরই প্রকাশ করা হবে।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বয়লার আনার একটা নীতিমালা রয়েছে। বয়লার আনার আগে একটা ডিপার্টমেন্ট রয়েছে তারা ইন্সপেকশন করবে, বয়লারটি সঠিক কি না ? ক্ষমতা সম্পূর্ণ কি না এবং তার কোনো দুর্বলতা আছে কি না ? সার্টিফিকেট দিলে পরে বয়লার ইনস্টল হয়। এরপর ধারাবাহিক চেক করার নীতিমালা রয়েছে। প্রতি ইন্টার বেলে চেক করে এটার সক্ষমতা রয়েছে কি না সেটাও চেক করা হয়। এর নির্দিষ্ট মেয়াদও থাকে।

    তিনি বলেন, যারা বয়লার বিশেষজ্ঞ, যাদের ওপর এই দায়িত্বটা রয়েছে তারা সঠিকভাবে ইন্সপেকশন করেছে কি না সবই তদন্ত করে দেখা হচ্ছে। শ্রমমন্ত্রী একটি তদন্ত কমিটি করেছেন। প্রয়োজনে আমরা অধিকতর তদন্ত করবো। জানতে চাইব, যারা বয়লার বিশেষজ্ঞ ছিলেন, যাদের ওপর বয়লারের কর্তব্য ছিল এই বয়লারগুলো চেক করার তা তারা ঠিকমত করেছে কি না? এ গুলো সবই আমরা দেখব।

    তিনি আরো বলেন, শ্রমঘন শিল্পাঞ্চলে বয়লার থাকবেই। কিন্তু বয়লারকে প্রপার কেয়ার যদি না হয় তাহলে এ ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। সে জন্য যারা এ দায়িত্বে রয়েছেন তারা কেয়ারফুল হবেন বলে আমি মনে করি।

    কারখানা মলিককে মামলার আওতায় আনা হবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

    এর আগে মন্ত্রী ফিতা কেটে ও পায়রা উড়িয়ে টঙ্গী মডেল থানার নতুন ভবন উদ্বোধন করেন।

    এ সময় মন্ত্রীর সঙ্গে সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আজমতউল্লা খান, জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদসহ পুলিশ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ