সমকামী সন্দেহে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে ২৯ জন তরুণকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাত তিনটার দিকে আঁটিবাজার এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে তাদের আটক করা হয়।
র্যাব জানিয়েছে, আটকরা একটি কমিউনিটি সেন্টারে সমবেত হয়েছিলেন। তাদের কাছ থেকে নেশাজাতীয় দ্রব্য, যৌন উত্তেজক সামগ্রী পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব ১০ এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন বলেন, আটক যুবকদের র্যাব-১০ এর কেরানীগঞ্জ ক্যাম্পে আনা হয়েছে। তাদের সবার বয়স ২০ এর কাছাকাছি। বেশির ভাগই ছাত্র। দুই থেকে একজন অন্য পেশার।
তিনি জানান, এলাকাবাসী অনেক দিন ধরেই এই যুবকদের বিরুদ্ধে অভিযোগ করছিলেন। প্রায় দুই মাস পরপর তারা কমিউনিটি সেন্টারে সমবেত হন।