Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
সমাজে ঘটে যাওয়া ঘটনাগুলো বিচারকদের স্পর্শ করে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
আজ মঙ্গলবার ব্যাংকের ঋণ-সংক্রান্ত এক মামলার শুনানিতে এমন মন্তব্য করেন তিনি।
মামলার আইনজীবী ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। এ সময় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল।
প্রধান বিচারপতি বলেন, সমাজে কী হচ্ছে, তা আমাদের টাচ করে। আমরা যখন চেম্বারে থাকি তখন এক রকম। আর যখন চেয়ারে বসি তখন আমাদের মানসিকতা পরিবর্তন হয়ে যায়। এখানে ধনী-গরিব সব ধরনের বিচারপ্রার্থী আসেন। আমরা সবার বিচার করি।
এর পর অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশে প্রধান বিচারপতি মৌলভীবাজারের এক কৃষকের ঋণের ঘটনা তুলে ধরেণ।
পরে ওই ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, এ ঘটনাগুলো আমাদের বিবেককে নাড়া দেয়।