Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশে চারদিকে লাখ লাখ মানুষ পানিবন্দি, খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে, ত্রাণের জন্য হাহাকার করছে। ঠিক সে মুহূর্তে সরকার এই দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ না নিয়ে বরং দুঃশাসনকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্রে লিপ্ত।
সোমবার কুড়িগ্রামে অসহায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য যতই ষড়যন্ত্র করুক না কেন, আগামী নির্বাচনে জনগণ তাদেরকে লাল কার্ড দেখাবে। তিনি বলেন, এ সরকারের কাছে বিচার বিভাগও নিরাপদ নয়। কারণ তারা দেশে আইনের শাসন নয়, একনায়কতন্ত্র কায়েম করতে চায়।
রিজভী বলেন, সত্য কথা বা ন্যায়ের কথা বললেই বিপদ। সে যত বড় ব্যক্তিই হোক না কেন। কিন্তু সরকারকে মনে রাখতে হবে দেশে এখনও বিবেকবান মানুষ রয়েছে, আর তাদের সাখে জনগণ রয়েছে। জোর দেখিয়ে সাময়িক টিকে থাকা যায়, কিন্তু এর ফলাফল কখনও ভালো হবে না।