আমিনুল ইসলাম শ্রাবণ.
বগুড়া- ৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকার নারীর অধিকার নিশ্চিত করেছে। নারীর আত্ম-সামাজিক মর্যদা সৃষ্টি করেছে। নারীর ক্ষমতায়ন ও কর্মস্থল সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন, নারীর উন্নয়নের মধ্যদিয়ে দেশও উন্নত হয়েছে। উন্নত রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুরে বগুড়ার ধুনট উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত নারী দিবসের র্যালী শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে। পরে র্যালী শেষে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন, উপজেলা নির্বাহি অফিসার রাজিয়া সুলতানা, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্ ও ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ এরফান।

