সরকার বিদ্যুৎ নিয়ে মিথ্যাচার করছে : রিজভী

নিউজ ডেস্ক.

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ নিয়ে মিথ্যাচার করছে। বিদ্যুৎ উৎপাদনের তথ্য নিয়ে জনগণকে ধোঁকা দিচ্ছে।
রিজভী আহমেদ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও সরকারের তথ্যের মধ্যে মিল নেই। কুইক রেন্টালের নামে সাধারণ মানুষের পকেট কেটে লক্ষ কোটি টাকা বের করে নিয়ে জনগণকে উপহার দেয়া হয়েছে দুর্বিষহ লোডশেডিং।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশের তল্লাশি প্রসঙ্গে রিজভী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া পুলিশ খালেদা জিয়ার কার্যালয়ে হানা দিতে পারত না।
খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশির বিরুদ্ধে বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, তল্লাশির প্রতিবাদে সমাবেশের অনুমতির জন্য সব রকম আইনী শর্ত পূরণ করা হয়েছে। আশা করছি, আজকের মধ্যে পুলিশের অনুমতি পাব। সমাবেশের জন্য বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সব রকম প্রস্তুতি নিয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ