সরকার সংবাদপত্রের ওপর জুলুম চালাচ্ছে : খালেদা


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    সরকার সংবাদপত্রের ওপর জুলুম চালাচ্ছে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, খবরদারির খড়গ ঝুলিয়ে রেখে তা নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

    বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে ১৬ জুনকে ‘ইতিহাসের কালো দিন’ অভিহিত করে তিনি এ মন্তব্য করেন।

    খালেদা জিয়া বলেন, ১৯৭৫ সালের ১৬ জুন বাংলাদেশের ইতিহাসে এক কালো দিন। এদিনে তৎকালীন একদলীয় বাকশাল সরকার তাদের অনুগত চারটি সংবাদপত্র রেখে বাকিগুলো বন্ধ করে দিয়ে গোটা জাতিকে নির্বাক করে দিয়েছিল। যার ফলে বিভিন্ন সংবাদপত্রে কর্মরত অসংখ্য সংবাদকর্মী বেকার হয়ে পড়েছিল।

    তিনি বলেন, প্রকৃত গণতন্ত্রের সারবত্তা, গণতন্ত্রের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

    তিনি আরও বলেন, পরিতাপের বিষয় বর্তমান আওয়ামী সরকার তাদের পুরনো পথেই হেঁটে যাচ্ছে এবং সাংবাদিক ও সংবাদপত্রের ওপর অব্যাহত জুলুম চালাচ্ছে। ফলে সব গণমাধ্যমের কর্মীদের শঙ্কা ও ভয়ের মধ্যে দায়িত্ব পালন করতে হচ্ছে।

    বিএনপি চেয়ারপারসন সংবাদপত্রের স্বাধীনতাকে বিপন্ন করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ