সাংবাদিকদের জন্য ওয়েজ বোর্ডের দরকার নেই: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক.


সাংবাদিকদের বেতন দেওয়ার ক্ষেত্রে ওয়েজ বোর্ডের কোনো দরকার নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সচিবালয়ে আজ মঙ্গলবার সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব এর সঙ্গে এক বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি।

এসময় অর্থমন্ত্রী বলেন, বর্তমানে সাংবাদিকদের বেতন সরকারি কর্মকর্তাদের চাইতেও বেশি। তাদের জন্য ওয়েজ বোর্ডের কোনো দরকার নেই, তাদের বেতন নির্ধারণ বাজারের উপর ছেড়ে দেয়া উচিৎ।

মন্ত্রী আরও বলেন, ‘ঢাকায় ৫০০ পত্রিকা রয়েছে, অল অ্যাবাউট রাবিশ। আমরা সর্বোচ্চ ১৫ থেকে ২০টি পত্রিকার সুযোগ-সুবিধা বা অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি।’

এদিকে উপস্থিত সাংবাদিকরা অর্থমন্ত্রীর এমন মন্তব্যের বিরোধিতা করলে তিনি বলেন, বিষয়টি নিয়ে পরে সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান, নোয়াবের সভাপতি ও দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সহ-সভাপতি ও দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদ প্রমুখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ