সাংবা‌দিক‌দের সম্মা‌নে এম‌পি হা‌বি‌বের ইফতার মাহ‌ফিল


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

 

আবু সু‌ফিয়ান.


শেরপুর ও ধুনট উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে বগুড়া- ৫ আস‌নের জাতীয় সংসদ সদস্য বীরমু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব হা‌বিবর রহমা‌নের ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। রোববার সন্ধ্যায় এম‌পি হা‌বিবর রহমা‌নের শেরপু‌রের বাসভবনে এ ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত।

ইফতার পূর্ব এক আ‌লোচনা সভায় শু‌ভেচ্ছা বক্তব্যে সংসদ সদস্য বীরমু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব হা‌বিবর রহমান বলেন, গণমাধ্যমকর্মীরা জাতির বিবেক। রাষ্ট্রের কল্যানে দেশ প্রেম নিয়ে কাজ করেন সাংবাদিকরা।

নিজেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডের একজন কর্মী হিসেবে দাবী করে সংসদ সদস্য আরো বলেন, ধুনট ও শেরপুর উপজেলায় স্বাধীনতা পরবর্তি সময়ে শেখ হাসিনার সরকারের আমলে অধিক উন্নয়ন হয়েছে। এসব উন্নয়ন কর্মকান্ড গণমাধ্যমে প্রকাশের মধ্যদিয়ে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

    ইফতার মাহফিলে অংশগ্রহনকারী সাংবাদিকদের একাংশ

    আলোচনা সভায় অন্যদের মধ্যে শেরপুর থানার অ‌ফিসার্স ইনচার্জ খান মোহাম্মদ এরফান, শেরপুর উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক আহসান হা‌বিব আ‌ম্বিয়া, সাপ্তাহিক আজ‌কের শেরপুর প‌ত্রিকার সম্পাদক আলহাজ্ব সাইফুল বারী ডাবলু, ধুনট উপ‌জেলা আওয়ামী লী‌গের সহসভাপ‌তি রেজাউল ক‌রিম দুলাল, যুগ্ম সম্পাদক মহ‌সিন আলম, শেরপুর প্রেস ক্লা‌বের সভাপ‌তি নিমাই ঘোষ, শেরপুর উপ‌জেলা জাতীয় সাংবা‌দিক সংস্থার সভাপ‌তি শ‌ফিকুল ইসলাম, শেরপুর ম‌ডেল প্রেস ক্লা‌বের সাধারণ সম্পাদক নাহিদ আল মালেক ও ধুনট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ বক্তব্য দেন।

      ইফতার মাহফিলে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়

      আলোচনা সভা শেষে দেশ ও জাতীর কল্যান কামনা করে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।

      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ