আমিনুল ইসলাম শ্রাবণ. ধুনট (বগুড়া) থেকে
বগুড়া- ৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, সাংস্কৃতিক চর্চা সুস্থ্য সমাজ উপহার দেয়। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী সাংস্কৃতিক কর্মকান্ডের সুযোগ সৃষ্টি করেছেন। স্কুল পর্যায় থেকে শিশুদের সাংস্কৃতিক কর্মকান্ডে অংশ গ্রহন সৃষ্টি করানো হচ্ছে। তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থেকে দেশে সাংস্কৃতিক চর্চা রোধ করেছিল। সাংস্কৃতিক কার্যক্রম বন্ধ করতে বোমা হামলা, সাংস্কৃতিক কর্মীদের হত্যাসহ বিভিন্ন অপচেষ্টা চালিয়েছে। অথচ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী হয়ে দেশে পুনরায় সাংস্কৃতিক কর্মকান্ডের পরিবেশ সৃষ্টি করেছেন।
সোমবার সন্ধ্যায় বগুড়ার ধুনটের মথুরাপুরের জিএমসি কলেজ মাঠে তিনদিন ব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
মেলা আয়োজক কমিটির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল হাই খোকন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনর রশীদ সেলিম, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তালেব, পিরহাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম লিটন, কামরুল ইসলাম, গোলাম মোর্তুজা, মেলা আয়োজক কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ডলার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ, সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন, সভাপতি জাকারিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন।



