Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
স্টাফ রিপোর্টার.
এই রমজানে ইফতারিতে আমেরিকান খাবারের স্বাদ দিতে উত্তরায় সাইড ডিস ইন্টারন্যাশনাল কুজিন রেস্টুরেন্ট নিয়ে এসেছে তিন ধরনের ইফতার অফার।
আমেরিকান ফ্রাঞ্চাইজি প্রতিষ্ঠানটির ইফতার টেকআউট বক্স-১ এ ৩০০ টাকায় থাকছে সাইড ডিশ স্পেশাল জিলাপি, হালিম, খেজুর, পানি, ফ্রুটস স্লাইস, ছোলা মাসালা, পরোটা এগরোল, ফিশ সাসলিক ও কিমা চপ।
ইফতার টেকআউট বক্স-২ এ ৩৭৫ টাকায় থাকছে সাইড ডিশ স্পেশাল জিলাপি, হালিম, খেজুর পানি, ফ্রুটস স্লাইস, ছোলা মাসালা, ফ্রাইড চিকেন, পরোটা এগ রোল, ফিশ সাসলিক, কিমা চপ, স্প্রিং রোল।
এছাড়াও স্পেশাল ইফতার প্লেটারে ৬০০টাকায় থাকছে সাইড ডিশ জিলাপি, হালিম, শরবত, খেজুর, ফ্রুট স্লাইস, ছোলা মাসালা, পরোটা এগ রোল, ভেজিটেবল স্প্রিং রোল, ফিশ সাসলিক, চিকেন চাপ, ফ্রাইড চিকেন, ফ্রাইড রাইস অথবা নুডুলস।
অফারগুলো উপভোগ করা যাবে ইফতারের আগ মুহুর্ত পর্যন্ত।
যোগাযোগ- বাড়ি- ২, রোড- ২, সেক্টর- ১ উত্তরা। বিস্তারিত জানতে- ০১৮৭৩৬১৮৮০০।