সাতকানিয়ায় ভটভটি উল্টে চালক নিহত

নিউজ ডেস্ক.


চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া এলাকায় ভটভটি উল্টে গিয়াস উদ্দিন (১৮) নামে এক ভটভটি চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত গিয়াস উদ্দিন সাতকানিয়া উপজেলার বাংলাবাজারের মির্জাখীল গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বিবার্তাকে বলেন, সোনাকানিয়া ব্রিজে ওঠার সময় ভটভটি গাড়িটি খাদে পড়ে গেলে চালক গুরুতর আহত হন। পরে মুমূর্ষ অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ