Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
বাবার মোটরসাইকেলে করে মিন্নি এসেছিলেন বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার আগেই আদালতে হাজির হয়েছিলেন। কার্যক্রম শুরু হওয়ার আগ পর্যন্ত বাবার সঙ্গে আদালতের একটি কক্ষে অবস্থান করেছিলেন মিন্নি। পরনে তার সাদা পোশাক। মুখে ছিল বিষণ্ণতার ছাপ।
বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় হাইকোর্টের আদেশে জামিনে মুক্ত রিফাতের স্ত্রী মিন্নি মামলার পূর্ব নির্ধারিত দিন বুধবার এভাবেই আদালতে এসেছিলেন। কার্যক্রম শুরু হওয়ার আগে জেলা কারাগারে থাকা এ মামলার অপর ৭ অভিযুক্তকে আদালতে হাজির করে পুলিশ।
তবে আদালতে মিন্নির হাজির হওয়ার দিনে তাকে দেখার জন্য আদালত প্রাঙ্গণে ভিড় জমায় উৎসুক জনতা। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ আগে গ্রেপ্তারের ৪৮ দিন পর গত ৩ সেপ্টেম্বর বরগুনা জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে বাবার সঙ্গে নিজ বাড়িতে যান মিন্নি।
ভোরের কাগজ অনলাইন থেকে খবরটি নেওয়া হয়েছে। যার মূল লিংক দেখতে এখানে ক্লিক করুন।