নওগাঁর সাপাহারে এক কৃষকের আম বাগানের প্রায় দেড় শতাধিক ফলন্ত বিভিন্ন প্রজাতির আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার ইসলামপুর গ্রামের জৈনক কৃষক মজিবুর রহমানের বাগানের গাছগুলি কেটে ফেলে দূর্বৃত্তরা।
জানা গেছে, শনিবার দিনগত রাতের কোন এক সময় ইসলামপুর গ্রামের জৈনক কৃষক মজিবর রহমানের মানিকুড়া মৌজায় ১ বিঘা জমির উপর থাকা ১৮ মাস বয়সের প্রায় দেড় শতাধিক আমের গাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে। প্রত্যেকটি গাছে প্রায় ২৫ থেকে ৩০ কেজি পরিমান আম ছিল। গ্রামবাসী জানান, পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা রাতের অন্ধকারে আম গাছগুলি কেটে ফেলে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল ইসলাম জানান, এ বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিনোদন ডেস্ক. অনেকদিনের স্বপ্নপূরণ হলো ২০১২ সালের সেরাকণ্ঠ চ্যাম্পিয়ন চট্টগ্রামের মেয়ে কণ্ঠশিল্পী বৃষ্টি মুৎসুদ্দির। ছোটবেলা থেকেই বৃষ্টির স্বপ্ন ছিলো শিক্ষকতার…