সাপাহারে ফেনসিডিলসহ ২ ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক.

নওগাঁর সাপাহারে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে দিঘীর হাট হাপানিয়া সীমান্ত এলাকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল- উপজেলার মিরাপাড়া দিঘীর হাট এলাকার রেজাবুল হোসেনের ছেলে বাবু ওরফে বাবলু (২৬) ও একই গ্রামের ময়েজ উদ্দীনের ছেলে মোখলেছুর রহমান (৩৮)।
অভিযান পরিচালনাকারী এসআই জোবায়ের আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অবস্থান করছিলাম। এসময় বাবলু ও মকলেছুরকে একটি প্লাস্টিকের বস্তায় ভরে ফেনসিডিলগুলো বহন করে আসতে দেখে পথ রোধ করা হয়। পরে বস্তায় থাকা ৪০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য আইনে মামলা পর সকালে আটককৃতদের নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ