সাপাহারে বজ্রপাতে নিহত ২ : আহত ২

নয়ন বাবু. সাপাহার (নওগাঁ) থেকে


নওগাঁর সাপাহারে আমবাগান থেকে কাজ শেষে নিজ বাসায় যাবার সময় রাস্তায় বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কুচিন্দা কামারপাড়ায়।

নিহতরা হলেন কুচিন্দা গ্রামের মুসলিম উদ্দীনের পুত্র শহিদুল ইসলাম (৪৮) ও মাহফুজুল হকের পুত্র রসি চৌধুরী (৩০)। এছাড়াও উপজেলার উচাডাঙ্গা গ্রামে বজ্রপাতে একই সময় আব্দুর রহিম (৩০) ও ছবি পারভীন (২৩) নামের এক দম্পত্তি গুরুত্বর আহত হয়েছেন।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে ধুনট বার্তাকে জানান, শুক্রবার সন্ধ্যার দিকে আম বাগান থেকে কাজ শেষে নিজ বাসায় যাবার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই ২ জন গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষনিক আহতদের উদ্ধার করে সাপাহার সরকারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগণ তাদের কে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে রেফার্ড করে। রাজশাহী যাবার পথেই তাদের মৃত্যু হয়। অপরদিকে উচাডাঙ্গার দম্পত্তি বজ্রপাতে গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাদের কে উদ্ধার করে সাপাহার সরকারী হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে ওই দম্পত্তি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ ঘটনায় কুচিন্দা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ