Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি.
টানা বর্ষন ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় নওগাঁর সাপাহারে ১৯ শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে। এর মধ্যে ১১ টি প্রাথমিক বিদ্যালয় ও ৮ টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশই বন্যার্থদের জন্য আশ্রয় কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয়েছে।
উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, বন্ধ হওয়া বিদ্যালয়গুলিতে বন্যার্থদের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর তাই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠদান কর্যক্রম বন্ধ রাখা হয়েছে।
সাপাহার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী জানান, উপজেলার পাতাড়ী ইউনিয়নের নদ-নদীর পানি স্বাভাবিকের দিকে আসছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার্থরা আশ্রয় কেন্দ্র হিসেবে থাকবে। বন্যার্থদের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি।