Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি.
নওগাঁর সাপাহারে অভিযান চালিয়ে ১০ গ্রাম হিরোইন সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো সদরের মাষ্টারপাড়া (তালপুকুর) এর হুলু ড্রাইভারের পুত্র শাহিন (৩০), জয়পুরের মৃত: লাল মোহাম্মদের পুত্র তারিফ (২৮), হাসমত আলীর পুত্র স্বপন (৩০)।
থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন কুমার কর সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে রবিবার রাত ১২ টার সময় জয়পুর এলাকা থেকে ৪ গ্রাম হিরোইন সহ তারিফ কে আটক করে। অপরদিকে ভোরে রিক অফিসের সামনে থেকে ৬ গ্রাম হিরোইন সহ শাহিন ও স্বপন কে আটক করা হয়। এ অভিযানে নের্তৃত্ব দেন এসআই নাদিম মাহমুদ। আটককৃতদের বিরোদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর সোমবার সকালে নওগাঁ কোর্টে সোপর্দ করা হয়।