সাপাহারে ২টি দোকানে দুর্ধষ চুরির ঘটনায় গ্রেফতার-২

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি.



নওগাঁর সাপাহার বাজারের ওয়াল্টন মোড়ে অবস্থিত গিয়াস মার্কেটের দুটি দোকানে দুর্ধষ চুরির ঘটনায় নিরাপত্তাকর্মী আব্বাস আলী (৫৫) ও শামসুল হক (৪৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আব্বাস আলী উপজেলার তেঘরিয়া গ্রামের মৃত: খোস মোহাম্মদের পুত্র ও শামসুুুুল হক উপজেলার শিমুলতলীর মৃত: নইমুদ্দীনের পুত্র। এ ঘটনায় মুক্তা জুয়েলার্সের মালিক আবুল কালাম আজাদ বাদী হয়ে সাপাহার থানায় একটি মামলা দায়ের করেছেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ নিরাপত্তাকর্মীদের গ্রেফতারের সত্যস্বীকার করে বলেন, চুরির ঘটনার সাথে জড়িত সকলকে অল্প সময়ের মধ্যেই গ্রেফতার করা হবে।

উল্লেখ্য, মুক্তা জুয়েলার্স ও নাজমা ক্লথ ষ্টোরে গত বুধবার রাতের কোন এক সময় চুরির ঘটনাটি ঘটে। ওই মার্কেটের আলম ক্লুথ ষ্টোরের দোকানের সার্টারের তালা ভেঙ্গে চোরেরা ভিতরে প্রবেশ করে দু-সাইটের দেওয়াল ফুটা পরে একজন মানুষ ঢুকতে পারে এমন সাইজ দেওয়াল ভেঙ্গে স্বর্ন ও ক্লথ ষ্টোরে প্রবেশ করে ক্যাশ ভেঙ্গে নগদ টাকা সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। মুক্তা জুয়েলার্সের ১০০ ভরি স্বর্ন সহ স্বর্নের তৈরীকৃত বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় চোরেরা। নাজমা ক্লুথ ষ্টোরের ক্যাশ ভেঙ্গে নগদ ১১ লক্ষ টাকা ও কিছু পোশাক লুট করে নিয়ে যায়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ