সাপাহার সদর ইউপির বাজেট ঘোষনা

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) থেকে.

নওগাঁর সাপাহার সদর ইউনিয়ন পরিষদের ২০১৭-২০১৮ ইং অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় ইউপি হলরুমে বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী। সদর ইউপি চেয়ারম্যান আকবর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা পারভীন, উপজেলা কৃষি অফিসার এএফএম গোলাম ফারুক হোসেন, পল্লী উন্নয়ন অফিসার আলহাজ্ব সোলাইমান আলী, সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক অধীর চন্দ্র চৌধুরী, জেলা পরিষদের নওগাঁ-১ আসনের সদস্য ফাহিমা পারভীন, ইউপি প্রমুখ। বাজেট পেশ করেন ইউপি সচিব মহিদুল ইসলাম লিপু। এবারে ৩৯ লক্ষ ৫১ হাজার ৭৫০ টাকা রাজস্ব খাতে আয় ও ২৬ লক্ষ ৭২ হাজার ১৫০ টাকা ব্যায় এবং ৩ কোটি ১৩ লক্ষ ৫৫ হাজার ৫০০ টাকা উন্নয়ন খাতে আয় এবং ৩ কোটি ২৬ লক্ষ ৫৫ হাজার ৫০০ টাকা ব্যায় দেখানো হয়েছে। এ সময় উপজেলা পরিষদের সকল দপ্তরের অফিসার, সূধীজন, সকল ইউপি সদস্য, গণমাণ্য ব্যক্তিবর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ