রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের মামলার প্রধান আসামি সাফাত আহমেদের গাড়িচালক বিল্লাল হোসেনের চার দিন ও দেহরক্ষী রহমত আলীর তিন দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে ডিএমপির নারী সহায়তা ও তদন্ত বিভাগের পুলিশ পরিদর্শক ইসমত আরা অ্যানি রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম লস্কর সোহেল রানার আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, সোমবার সন্ধ্যায় পুরান ঢাকার নবাবপুর রোডের ইবরাহীম আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে সাফাতের গাড়িচালক বিল্লালকে গ্রেফতার করে করে র্যাব-১০। অনদিকে, সন্ধ্যায় গুলশান থেকে দেহরক্ষী রহমত আলীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
উল্লেখ্য, গত ২৮ মার্চ বনানীর কে ব্লকের ২৭ নম্বর ৪৯ নম্বর বাড়িতে দ্য রেইনট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় ৬ মে বনানী থানায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের ছেলে সাফাত আহমেদ, ই-মেকার্স বাংলাদেশের মালিক নাঈম আশরাফ ওরফে আব্দুল হালিম, রেগনাম গ্রুপের পরিচালক সাদমান সাকিফ, সাফাতের দেহরক্ষী রহমত আলী ও সাফাতের গাড়ি চালক বিল্লাল হোসেনকে আসামি করে একজন ছাত্রী মামলা করেন।