সারিয়াকান্দিতে জঙ্গীবাদ প্রতিরোধে সুধী সমাবেশ অনুষ্ঠিত

তাজুল ইসলাম, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি.

বগুড়ার সারিয়াকান্দির ফুলবাড়ী গমির উদ্দিন স্কুল এন্ড কলেজের উদ্যোগে মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গনে জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধে সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী গমির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: মোকছেদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি মো: নূরুল ইসলাম, থানা তদন্ত অফিসার এনায়েতুর রহমান, সাংবাদিক খায়রুল আলম, ম্যানেজিং কমিটির সদস্য তহসিন আলী, আব্দুর রউফ, শিক্ষক আনোয়ার হোসেন। এছাড়াও সাবেক প্রধান শিক্ষক মো: তাজুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য মো: মামুন প্রমুখ। অনুষ্ঠানে অত্র স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবগর্, সাংবাদিক- ইমরান হোসেন রুবেল, জাহাঙ্গীর আলম, জাফরুল সাদিক প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মাদক, বাল্য বিবাহ সহ সকল প্রকার অপরাধ মূলক কর্মকান্ড প্রতিরোধে এলাকাবাসিকে এগিয়ে আসার আহ্বান জানান। এ অপরাধগুলো সমাজের মারাত্মক ব্যাধি হিসেবে দেখা দিয়েছে। এখনই যদি এগুলোর প্রতিরোধ করা না যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্মের উপর এর প্রভাব পড়বে। তাই আমাদেরকে সচেতন হয়ে পুলিশের সাথে হাতে হাত মিলিয়ে এই অপরাধ মোকাবেলা করতে হবে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ