Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার সারিয়াকান্দিতে একটি দৃষ্টিনন্দন ও আধুনিক মসজিদ ঘিরে পর্যটকদের আকর্ষন সৃষ্টি হয়েছে। এ মসজিদ দেখতে আসেন অসংখ্য পর্যটক।
উপজেলায় হাটশেরপুর ইউনিয়নের খোর্দ্দ বলাইল হাসনাপাড়া বড়বাড়ী গ্রামে প্রায় এক কোটি টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণ করা হয়। দৃষ্টি নন্দন এ আধুনিক মসজিদ নির্মাণ করেছেন সফিউল আলম।
সফিউল আলম ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর অর্থায়নে ২০১০ সালে এক বিঘা জমির উপর নির্মিত আধুনিক মসজিদটির পুননির্মাণ কাজ শুরু করেছিলেন।
১৬শ বর্গফুটের এ মসজিদে একসাথ চারশত মুসল্লি নামাজ আদায় করতে পারেন। চকচকে রঙ্গেরাঙ্গানো ও টাইলস্-এ মোড়ানো মসজিদে মোট ৫টি মিনার বা গম্বুজ রয়েছে। এ ছাড়াও মার্বেল পাথর দিয়ে সু-সজ্জিত করা ওযু খানা ও ২৫ ধরনের ফুলগাছ দিয়ে সাজানো একটি বাগান রয়েছে। দুই পাশে দুইটি মূল দরজা রয়েছে। মসজিদের ভিতরে নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থায় বিভিন্ন রকম আলোক সজ্জাসহ ২টি শৌচাগার ও ঈমামের জন্য আধুনিক ২টি কামরা রয়েছে।
মসজিদের ঈমাম ও খতিব হাফেজ ক্বারী মাওলানা মো: জুবায়ের বিন ইউনুছ ধুনট বার্তাকে বলেন, প্রতিদিন সকালে এই মসজিদের মক্তবে প্রায় ৮০জন শিক্ষার্থী কুরআন শিক্ষা গ্রহণ করেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান বড়বাড়ী গ্রামের ডাক্তার মফিজ উদ্দিনের পুত্র রেনেটা লিমিটেডের সাবেক হিসাবরক্ষক ও সফিউল আলম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: সফিউল আলম। তিনি ধুনট বার্তাকে বলেন, প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মিত মসজিদটি এলাকাবাসীসহ পর্যটকদের দৃষ্টি আকর্ষন করেছে। আগামীতে মসজিদের পাশে একটি এতিমখানা, হাফেজিয়া মাদ্রাসা ও একটি স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করার প্রস্তুতি নিয়েছি।