সারিয়াকান্দিতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন

শাফায়াত সজল , বগুড়া থেকে


গ্রিনারি বাংলাদেশ বগুড়া জেলা শাখার আয়োজনে বগুড়া সারিয়াকান্দিতে গতকাল মঙ্গলবার প্রায় তিনশত বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রান বিতরন ও ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে।


প্রধান অতিথি হিসেবে বন্যার্তদের মাঝে ত্রান বিতরন ও মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করেন জার্নালবিডি২৪.কম এর প্রকাশক ও বিশিষ্ট ব্যবসায়ী পরিমল প্রসাদ রাজ।

এছাড়াও উপস্থিত ছিলেন গ্রিনারি বাংলাদেশ বগুড়ার সমন্বয়ক মিজানুর রহমান, বগুড়া কেন্দ্রীয় ইয়ূথ ফোরামের সভাপতি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যনির্বাহী সদস্য সঞ্জু রায়, ডেন্টিস্ট মোশাররফ হোসেন, দৈনিক মায়ের আঁচল পত্রিকার বগুড়া ব্যুরো প্রধান শাফায়াত সজল, গ্রিনারি বাংলাদেশ বগুড়ার সদস্যবৃন্দ যথাক্রমে মিরাজ, আবুল বাশার রনি, আতিকুর রহমান, ফারজানা রহমান, আহসান হাবীব সহ অনেকে। সকলের সন্মিলিত সহযোগিতায় এ পর্যায়ে তিনশত পরিবারের মাঝে চাল, ডাল, চিড়া, গুড়, আলু, গুড়া দুধ ও মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ক্ষতিগ্রস্থ মানুষদের মাঝে প্রয়োজনীয় ঔষধ বিতরন করা হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ