Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
এম তাজুল ইসলাম, সারিয়াকান্দি থেকে.
বগুড়ার সারিয়াকান্দিতে ৪০পুড়িয়া হিরোইন সহ শাহ্ আলম (২৮) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এস আই সুভ্রুত ও এসআই সাইদুর তাকে গ্রেফতার করেন।
থানা ও নথিপত্র সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত শাহ্ আলম সারিয়াকান্দি সদর ইউনিয়নের হিন্দুকান্দি পুকুড় পাড় গ্রামের নূর হোসেনের ছেলে। এবিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলামের কাছ থেকে জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীকে জানান, শাহ্ আলম দিঘ্যদিন যাবৎ প্রসাশনের চোখকে ফাঁকি দিয়ে মাদক দ্রব্য ব্যাবসা করে আসছিল। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে তার বিরুদ্ধে ১৯৯০সালের মাদক দ্রব্য আইনের ১(ক) এর ধারায় একটি মামলা দায়ের করা হয়।