সারিয়াকান্দিতে জাতীয় সমবায় দিবস পালিত ও পুরস্কার প্রদান


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

এম তাজুল ইসলাম, সারিয়াকান্দি থেকে.


“উৎপাদনমূখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দিতে ৪৬ তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্যর‌্যালী, আলোচনা সভা ও পুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

    শনিবার উপজেলা সমবায় অফিসের আয়োজনে সকাল ১০ঘটিকায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্যর‌্যালী বের হয়ে সারিয়াকান্দি বিশ্ববিদ্যালয় কলেজ গেইট পর্যন্ত রাস্তা প্রদক্ষিণ শেষে র‌্যালীটি শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বগুড়া জেলা পরিষদ সদস্য সাহাদারা মান্নান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ যুগ্মসাধারণ সম্পাদক মতিউর রহমান মতি। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি বাজার বনিক সমিতির সভাপতি ও সারিয়াকান্দি বিআরডিবি অফিসার প্রমুখ।

    আলোচনা শেষে উৎপাদনমূখী সমবায় শ্রেষ্ঠ সম্মাননা একজনের তুলে দেওয়া হয়। এবং সাফল্য বহুমুখী সমবায় সমতির সভাপতি মোঃ মহিদুল হাসানের হাতে শ্রেষ্ঠ সমবায় সম্মাননা, কুতুবপুর নিউ স্টার সমবায় সমিতির সভাপতি সুজন মাহমুদের হাতে শ্রেষ্ঠ মানব সম্মাননা তুলেদেন প্রধান অতিথি। এরপর সকলকে শান্তনামূলক সম্মাননা পুস্কার তুলে দেওয়া হয়। বিভিন্ন সংগঠকদের হাতে শ্রেষ্ঠ পুরস্কার তুলেদেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সারিয়াকান্দি উপজেলা সহকারি কমিশনার (ভুমি) জনাব আব্দুল কাদের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার মোঃ সালাহ উদ্দীন সিদ্দিক।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ