সারিয়াকান্দির কামালপুর ইউনিয়ন আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত

তাজুল ইসলাম. সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি. 

বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগেরর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩ টায় কড়িতলা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া- ১ আসনের জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা কৃষিবিদ আব্দুল মান্নান।
কামালপুর ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম মহুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য সাহাদারা মান্নান।
সম্মেলনে সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও বগুড়া জেলা পরিষদ সদস্য রেজাউল করিম মুন্টু, সাদ’ত হোসেন, মমতাজুর রহমান সরদার, মনতাজুর রহমান মন্ডল, সাংগঠনিক সম্পাদ ও জেলা পরিষদ সদস্য আনসার আলী মাষ্টার, মামুনুর রশিদ হিমু, যুগ্ম সাধারণ সম্পাদক, মতিউর রহমান মতি, দপ্তর সম্পাদক, রেজাউল করিম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জাহিদুল ইসলাম রাজু, যুবলীগ সভাপতি আইয়ুব তরফদার, সাধারণ সম্পাদক-আশিক আহমেদ, উপজেলা মহিলা আ.লীগ সভাপতি পিলু মমতাজ, কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েদুল ইসলাম, ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল উদ্দীন।
প্রথম অধিবেশনের শেষে উদ্বোধক কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। পরে দ্বিতীয় অধিবেশনে ভোট গ্রহণের মধ্যদিয়ে নতুন কমিটির সভাপতি পদে আবু বকর সিদ্দীক ও সাধারণ সম্পাদক পদে নূর আলম জয় লাভ করেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ