সার্ক উপগ্রহ থেকে সরে যাওয়ার কারণ জানালো পাকিস্তান

নিউজ ডেস্ক.

পাকিস্তান দাবি করেছে, দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কভুক্ত দেশগুলোকে কৃত্রিম উপগ্রহ নির্মাণ প্রক্রিয়ায় ভারত অংশ গ্রহণ করতে না দেয়ায় এতে যোগ দেয়া ইসলামাবাদের পক্ষে সম্ভব হয় নি। অবশ্য সাউথ এশিয়া স্যাটেলাইটের সেবা পাকিস্তান ছাড়া সার্কভুক্ত আর সব দেশ গ্রহণ করবে।
পাক পররাষ্ট্র দফতরের মুখপাত্র নাফিজ জাকারিয়া আজ শনিবার ইসলামাবাদের অবস্থান ব্যাখ্যা করেন।
তিনি দাবি করেন, সামগ্রিক সহযোগিতার ভিত্তিতে কৃত্রিম উপগ্রহের উন্নয়নে আগ্রহী ছিল না ভারত। এ অবস্থায় সার্কের ছত্রছায়ায় আঞ্চলিক প্রকল্প হিসেবে এর প্রতি সমর্থন দেয়া পাকিস্তানের পক্ষে সম্ভব ছিল না বলে জানান তিনি।
তিনি আরো বলেন, কাঠমাণ্ডুতে ২০১৪ সালে অনুষ্ঠিত ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনে একে এ সংস্থা সদস্য দেশগুলোর প্রতি উপহার দেয়া হবে বলে ঘোষণা করেছিল ভারত। কিন্তু পরে দেখা যায় যে ভারত একক ভাবে কৃত্রিম উপগ্রহকে নির্মাণ, উৎক্ষেপণ এবং পরিচালনা করবে। কিন্তু আন্তর্জাতিক টেলিকম্যুনিকেশন ইউনিয়ন বা আইটিইউ’তে একে সার্ক উপগ্রহ হিসেবে নিবন্ধন করা হবে বলে জানান তিনি।
পাকিস্তানের উন্নত মহাকাশ কর্মসূচি রয়েছে উল্লেখ করে তিনি বলেন,এ সংক্রান্ত অভিজ্ঞতা এবং প্রযুক্তি-জ্ঞান বিনিময়ে আগ্রহী ছিল ইসলামাবাদ। কিন্তু এ প্রকল্প ভারত একক ভাবে কাজ করায় তা সম্ভব হয়নি এবং পাকিস্তান এ প্রকল্প থেকে সরে পড়তে বাধ্য হয়েছে বলে জানান তিনি।
এ প্রকল্প থেকে পাকিস্তান সরে যাওয়ার পর এর নাম পরিবর্তন করে দক্ষিণ এশিয় উপগ্রহ রাখা হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ