Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
স্টাফ রিপোর্টার.
বিয়ে কিংবা অনুষ্ঠানে শাড়িতে নারীর আভিজাত্য প্রকাশ করে। বাঙ্গালী নারীদের বর্ণিল রঙ্গে রাঙ্গাতে গুলশান শাড়ি মিউজিয়াম সাশ্রয়ী মূল্যের শাড়ি দিয়ে সাজিয়েছে তাদের নতুন কালেকশন। কেনাকাটায় ভিন্নমাত্রা উপহার দিতেই গুলশান শাড়ি মিউজিয়ামের এ আয়োজন।
আরাম ও স্বাচ্ছন্দে পরার জন্য তাঁত, ফুলেল জর্জেট, হালকা সিল্ক সুতায় বোনা শাড়িগুলোর ডিজাইনে থাকছে নানা বৈচিত্র্য ও ভিন্নতা। এছাড়াও নিয়মিত আয়োজনে দেশি বিদেশি নামকরা ডিজাইনারদের ডিজাইন করা জাকজমক লেহেঙ্গা, শাড়ি ও পার্টি ড্রেসতো থাকছেই।
বিস্তারিত জানতে যোগাযোগ: দোকান নং: ৯৭-১০০, এবং ৭৫-৭৬ ব্লক- সি লেভেল: ৪ বসুন্ধরা সিটি, দোকান নং: ৯ ব্লক: এ লেন: ৮, ১৫/২ রোড- ৪ ব্লক- এ সেকশন- ১০, মিরপুর বেনারসি পল্লী ও গুলশান পিংক সিটি বেজমেন্ট। ফোন: ০১৭০৮৫৭৬১৩০-১।